সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন, রাস্তায় মেলা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবারের দুর্গাপূজায় রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জনের অনুরোধ জানিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে। বিকাল ৩টা থেকে জড়ো হয়ে ৮টার মধ্যে নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন দেওয়ার কথা পূজা উদযাপন কমিটির নেতাদের বলেছি। একইসঙ্গে পূজামণ্ডপ ঘিরে আশপাশের সড়কে কোনো রকম মেলা বসানো নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজিও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলার প্রস্তুতি নিয়ে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সারা দেশে ৩০ হাজার ৭৭টি মণ্ডপে পূজা হবে। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩০০টি। রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ২৩১টি। পূজাকে কেন্দ্র করে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ খবর