সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের দাপট

আলী রিয়াজ

পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের দাপট

দীর্ঘদিন পর চাঙ্গা মেজাজে ফিরেছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ। ব্যাংকের শেয়ারে ভর করে প্রতিদিন বাড়ছে লেনদেন ও সূচক। ফলে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে ব্যাংকের শেয়ারে। তালিকাভুক্ত ৩০ ব্যাংকের মধ্যে প্রায় সবগুলোর দর প্রতিদিনই বাড়ছে। এর প্রভাবে ২০১০ সালের ধসের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ডিএসইর সূচক। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরে সবগুলো ব্যাংক ভালো মুনাফা করায় এই খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে।

ডিএসইর বাজার লেনদেনে দেখা গেছে, সপ্তাহের প্রথম দিন গতকাল  তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ার দর বেড়েছে। আর ২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ২.১০ টাকা। আর ১.৫০ টাকা বেড়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক। লেনদেন হয়েছে এক হাজার ২০০ কোটি টাকার বেশি। এর মধ্যে ৩০টি ব্যাংকের লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। যা মোট লেনদেনের ৩১ শতাংশ। আগের দিনও লেনদেন হয়েছিল ৪০০ কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই ব্যাংক। এগুলো হচ্ছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক ও এক্সিম ব্যাংক। দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যেও পাঁচটি ব্যাংক। এগুলো হচ্ছে— রূপালী, আল আরাফাহ্, ফার্স্ট সিকিউরিটি, প্রাইম ও এক্সিম ব্যাংক। পুঁজিবাজারের সার্বিক লেনদেনে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৬২৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৪৩ পয়েন্ট বেড়ে ২২২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে ১৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। জানতে চাইলে শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ব্যাংকের কিছু সুযোগ-সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছর এসব সুবিধা দেওয়া হলেও এর প্রভাব এ বছর পড়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর