মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সেই অটোরিকশাটি কেনেন তিনজন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সেই অটোরিকশাটি কেনেন তিনজন

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আসামিদের মধ্যে তিনজন একটি ভাড়া বাড়িতে থেকে যে অটোরিকশাটি চালাতেন সেটি তারা সাড়ে ৯১ হাজার টাকায় কিনেছিলেন বলে সাক্ষ্যে উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, গতকাল সকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলায় তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। তাদের মধ্যে একজনের সাক্ষ্যে এ তথ্য পাওয়া যায়। তিনি বলেন, মামলার ১২ আসামির মধ্যে তিনজন খাদেম হত্যার এক মাস আগে রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথা এলাকার জসিম ট্রেডার্স থেকে অটোরিকশাটি কিনেছিলেন। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় জসিম অটো ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন কাঠগড়ায় থাকা নয় আসামির মধ্যে লিটন মিয়াকে শনাক্ত করে আদালতকে জানান, ২০১৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিটন মিয়াসহ তিনজন তার দোকান থেকে ৯১ হাজার ৫০০ টাকায় নতুন অটোরিকশা কেনেন। পরে পুলিশ তার দোকানে তদন্ত করতে গেলে তিনি খাদেম হত্যার বিষয়টি জানতে পারেন।

জসিম উদ্দিন জাপানি হোশি কোনিও হত্যা মামলারও সাক্ষী ছিলেন। জসিম উদ্দিন ছাড়াও সাক্ষ্য দেন খাদেমের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বহনকারী ভ্যানচালক আজিজুল হক ও এলাকাবাসী শাহিনুর আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর