মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

৬৫ হাজার টন চিনি উত্পাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে : আমু

নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ৬৫ হাজার মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর দিলকুশায় চিনি শিল্পভবনে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমে চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিএসএফআইসির আওতাধীন চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, নিরবচ্ছিন্ন চিনি সরবরাহ এবং সাম্প্রতিক বন্যায় আখ উত্পাদনের ক্ষতি পুষিয়ে নিতে ১ লাখ মেট্রিক টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর