মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুৎ খাতে বিনিয়োগে গ্যারান্টার সরকার

ছাড়া হবে বন্ড

রুকনুজ্জামান অঞ্জন

বিদ্যুৎ খাতে ২০২১ সাল পর্যন্ত ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৪৬ হাজার কোটি টাকার বিনিয়োগ দরকার। বিপুল পরিমাণ এই বিনিয়োগ সংগ্রহের জন্য সরকারকে গ্যারান্টার করার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রয়োজন পড়বে না। এ ছাড়া এই খাতে বিনিয়োগ পেতে ইসলামী বন্ডের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই বন্ডের মাধ্যমে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদের নেতৃত্বে গঠিত কমিটি সম্প্রতি এ ধরনের সুপারিশ করে একটি প্রতিবেদন পাঠিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়ে। বিদ্যুৎ বিভাগ ১৪ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর