মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে মানববন্ধন ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চলছে বিভিন্ন স্থানে। বিতরণ করা হচ্ছে ত্রাণসামগ্রীও। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে চলছে বিভিন্ন সংগঠনের প্রতিবাদী মানববন্ধন ও রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতা। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে হবে বলেও মানববন্ধনে বক্তারা জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল টিম রোহিঙ্গাদের চিকিৎসার পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ত্রান বিতরণ এবং রেলওয়ে শ্রমিকলীগ, চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। সর্বশেষ ইন্দোনেশিয়ার ত্রাণ এসেছে চট্টগ্রাম বিমানবন্দরে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর