মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

লেনদেনের অর্ধেকই ব্যাংক শেয়ারে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ব্যাংকে দাপট প্রতিদিন বাড়ছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫২৫ কোটি টাকা। এর মধ্যে তালিকাভুক্ত ৩০ ব্যাংকের শেয়ার হাতবদল হয়েছে ৬৪০ কোটি টাকার বেশি। যা শতাংশ হিসেবে মোট লেনদেনের ৪৭ ভাগ। দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৪টি ছিল ব্যাংক।

ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দিন শেষে সূচক ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮০ ও ২২১৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট ও সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৯ হাজার ৩৭৯ ও ১১ হাজার ৭১৬ পয়েন্টে।  সিএসইতে গতকাল ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮৪ কোটি ১৭ লাখ টাকার।

 এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর