বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গ্যাস সংকট এপ্রিল থেকেই কমবে : নসরুল

নিজস্ব প্রতিবেদক

গ্যাস সংকট এপ্রিল থেকেই কমবে : নসরুল

গ্যাস সংকট আগামী বছরের এপ্রিল মাস থেকেই হ্রাস পাবে। আর মূল্য কিছুটা বেশি হলেও ব্যবসায়ীদের লাভের জন্য গ্যাসের সঙ্গে এলএনজি মিশিয়ে শিল্প-কারখানায় মিশ্রিত গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেন। গতকাল রাজধানীর পেট্রো সেন্টারে এলএনজি সরবরাহের জন্য পেট্রোবাংলা ও গানভর সিঙ্গাপুর পিটিই লি. এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন এলএনজি ক্রয়ের জন্য ইতিমধ্যে কাতারের রাশগ্যাস, ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল, ইন্দোনেশিয়ার পারটোমিনা, সুইজারল্যান্ডের এস্ট্রা ওয়েলের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করা হয়েছে। এর বাইরে স্কট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য গত ১৭ আগস্ট ইওআই চাওয়া হলে এর পরিপ্রেক্ষিতে ৪১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর