বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গলা কেটে মৃত্যু নিশ্চিত করে খুনিরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গলা কেটে মৃত্যু নিশ্চিত করে খুনিরা

রংপুরে মাজারের খাদেম রহমত আলীকে কুপিয়ে গুরুতর আহত করার পর তাকে গলা কেটে হত্যা করা হয় বলে ময়নাতদন্তকারী কর্মকর্তা রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৎকালীন প্রভাষক ডা. রবিশংকর মণ্ডল আদালতকে জানিয়েছেন। গতকাল দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ডা. রবিশংকর আদালতকে বলেন, খাদেমের মাথা, কাঁধ ও হাতের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হয়, খুনিরা কোপানোর সময় খাদেম বাধা দিয়েছিলেন। কিন্তু একা কুলিয়ে উঠতে পারেননি। খাদেম মাটিতে লুটিয়ে পড়লে খুনিরা তাকে গলা কেটে হত্যা করে। সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এ নিয়ে এই মামলায় ৫১ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী খাদেমের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষ্য গ্রহণের সময় ১২ আসামির মধ্যে কারাগারে থাকা ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। আজ আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আইনজীবী রথীশ জানিয়েছেন। প্রসঙ্গত, রংপুরের কাউনিয়ার চৈতার মোড়ে মাজারে খাদেম রহমত আলীকে ২০১৫ সালের ১০ নভেম্বর বাড়ি ফেরার সময় এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর