বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তনু হত্যার ১৮ মাসেও খুনি শনাক্ত না হওয়ায় ক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের ১৮ মাস পূর্ণ হবে ২০ সেপ্টেম্বর। দীর্ঘ এই সময়ে মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। খুনি চিহ্নিত না হওয়ায় ক্ষুব্ধ তনুর পরিবার ও কুমিল্লার বিশিষ্টজনেরা। তনুর পারিবারিক সূত্র জানায়, গত বছর ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভিতর একটি জঙ্গলে তনুর মরদেহ পান। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। থানা পুলিশ ও ডিবির পর গত বছর পয়লা এপ্রিল থেকে মামলাটি তদন্তের দায়িত্ব পায় কুমিল্লা সিআইডি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর