বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আহমদ রফিকের জন্মদিন উপলক্ষে নতুন বই

সাংস্কৃতিক প্রতিবেদক

আহমদ রফিকের জন্মদিন উপলক্ষে নতুন বই

১২ সেপ্টেম্বর ছিল রবীন্দ্র গবেষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৮৮তম জন্মদিন। প্রথিতযশা এই লেখক ও গবেষকের জন্মদিন উপলক্ষে তার রচিত নতুন দুটি বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। শিশু-কিশোরদের উপযোগী বই দুটি হলো ‘ছোটদের মুক্তিযুদ্ধের কথা’ ও ‘কিশোরদের নজরুল’। গতকাল চেইন বুকশপ পূর্ব-পশ্চিমের শুক্রাবাদের আউটলেটে বই দুটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। অন্যপ্রকাশ ও চেইন বুকশপ পূর্ব-পশ্চিমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আয়োজন। নজরুল গবেষক ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রকাশিত নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক ও শিশু সাহিত্যিক আলী ইমাম। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, পূর্ব-পশ্চিম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওসমান গনি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। সেলিনা হোসেন বলেন, ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে তিনি যেভাবে দেখেছেন, তা অতুলনীয়। অনুভূতি প্রকাশ করে আহমদ রফিক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ছিল আমাদের এক অবরুদ্ধ জীবন। এক অবরুদ্ধ শহরে জীবন হাতে নিয়ে চলতে হয়েছে। সাধারণ ছেলে-মেয়েদের মধ্যে স্বদেশচেতনা জাগ্রত করতেই এ বই লেখা।

স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর