বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্যাংকের শেয়ারের দাপট অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে মূল্য সংশোধনেও ব্যাংকের শেয়ারের দাপট অব্যাহত রয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে মূল্য সংশোধনের মধ্যেও ব্যাংক শেয়ারের লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। হাজার কোটি টাকার ওপর লেনদেনে ব্যাংকের পরিমাণ ছিল ৭০০ কোটি টাকার বেশি। ডিএসইতে কয়েক দিন ধরে সূচক ও লেনদেন বাড়ছে। গতকালও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়। তবে দিন শেষে ৬৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ৮২ কোটি টাকার শেয়ার। ২২টি খাতের শেয়ার লেনদেনের মধ্যে ৫১ শতাংশ ছিল ব্যাংকের। এ খাতে লেনদেন হয়েছে ৭৪২ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল শিল্প। এ খাতে মোট লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা; যা লেনদেনের মাত্র ৯ শতাংশ। লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়ার, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৯ হাজার ১৫৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে   ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির শেয়ার দর।

সর্বশেষ খবর