শিরোনাম
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বই পড়া প্রতিযোগিতা সম্প্রসারণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

শ্রেণিভিত্তিক বই পড়া প্রতিযোগিতা শুধু জেলা পর্যায় পর্যন্ত সীমিত না রেখে উপজেলা পর্যন্ত সম্প্রসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য যেখানে সরকারি গণগ্রন্থাগার নেই, সেখানে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে বই পড়ায় সবাইকে আগ্রহী করে তোলার পাশাপাশি জেলা পর্যায়ে পাঠচক্র চালু করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর