বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুঁজিবাজার বিকাশে প্রতিবন্ধকতা দূর করা হবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, পুঁজিবাজারের উন্নতি ও গতিশীল করতে সরকার আরও সহায়তা দিতে প্রস্তুত। যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয়, সেটিও করবে সরকার। একইসঙ্গে পুঁজিবাজার বিকাশে কোনো আইনি প্রতিবন্ধকতা থাকলে সেগুলোও দূর করা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কর্মশালায় তিনি এ কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, পুঁজিবাজার স্থিতিশীল ও গতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডাররা কাজ করে যাচ্ছে। যেখানে সরকার আইনি সহায়তার মাধ্যমে ভূমিকা রাখছে। এই বাজারের মঙ্গলের জন্য যেসব আইন বাধার সৃষ্টি করছে, সেগুলো সরিয়ে দেওয়া উচিত। তাহলে পুঁজিবাজারের উন্নতি সম্ভব।

বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর