বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরত নিতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ফেরত নিতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে ত্রিপক্ষীয় ব্যবস্থাপনার মাধ্যমে। তিনি বলেছেন, মিয়ানমার সরকার এবং সু চি কিন্তু বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় পথে বিষয়টাকে রাখতে চায়। বাংলাদেশের জন্য এটা মঙ্গলজনক নয়। গতকাল সচিবালয়ে অ্যাসোসিশেন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো)-এর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট ‘আন্তর্জাতিক সমস্যা’। যেহেতু আন্তর্জাতিক সমস্যা, সুতরাং দ্বিপক্ষীয় কোনো সমাধান নয়। এই যে যাচাই-বাছাই করবেন। এখানে যাচাই-বাছাই কে করবেন? এখানে প্রত্যাবর্তন সমস্যাটা ত্রিপক্ষীয়ভাবে করতে হবে— বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘ। অর্থাৎ আন্তর্জাতিক কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর