শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের ডাক

নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে রাজনৈতিক দলমতনির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তারা বলেন, ‘রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ একে জাতিগত নিধনযজ্ঞ বলে আখ্যায়িত করেছে। এ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান করতে হবে।’ গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সংকট সমাধানে জাতীয় ঐক্য : রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে তারা এ কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাসদ নেতা আবদুল মালেক রতন, বাসদের খালেকুজ্জামান প্রমুখ এতে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মুনসুর আহম্মদ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে অন্তত ১০ লাখ লোকের সমাবেশ ঘটাতে হবে রোহিঙ্গা জনগোষ্ঠীর সমর্থনে। অন্যদিকে, চলমান রোহিঙ্গা সংকটের ভিতরেই মিয়ানমার থেকে চাল আনতে যাওয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বরখাস্ত করে এ সমস্যার সমাধানে শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর