শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘দোহাই, নির্বাচন বয়কট করবেন না’

গোলটেবিল বৈঠকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা দীর্ঘদিন পর গতকাল নির্বাচনকালীন সরকার নিয়ে তুমুল বিতর্ক করেছেন। নগরীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বিএনপিকে আশ্বস্ত করে বলেন, সরকার কী করল, তার ওপর আগামী নির্বাচন নির্ভর করবে না। বিএনপিসহ সব দলের অংশগ্রহণ এবং নির্বাহী বিভাগের সহায়তায় নির্বাচন কমিশন ভোটের আয়োজন করবে। তিনি বলেন, ‘আল্লাহর দোহাই, ২০১৩ সালের মতো বলবেন না, আমরা নির্বাচন বয়কট করব, নির্বাচনে যাব না। তখন প্রথমে বলেছিলেন, নির্বাচন বয়কট করব। পরে বললেন, প্রতিহত করব। আর প্রতিহত করতে গিয়ে যে অগ্নিসন্ত্রাস হলো, জনগণের ওপরে যে অত্যাচার, সেটি থেকে এবার আমাদের মাফ করে দিন।’ এইচ টি ইমামের আগে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক তার বক্তব্যে নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর ঘোষণার কথা উল্লেখ করেন। তার ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা মঈন খান বলেন, ‘ড. রাজ্জাক, প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দিচ্ছেন—সুষ্ঠু নির্বাচন হবে। এই আশ্বাস নির্বাচন কমিশন থেকে চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর