শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিশু ও মাতৃমৃত্যু কমাতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

শিশু ও মাতৃমৃত্যু কমাতে নেত্রকোনা জেলায় চালু হয়েছে মা অ্যাম্বুলেন্স। ইউনিসেফের সহায়তায় প্রসূতিদের সেবা নিশ্চিতকল্পে জেলার চার উপজেলায় ৭টি ফ্রি মা অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

জানা গেছে, দেশে প্রতিবছর ৩১ লাখ শিশু জন্ম দিতে গিয়ে ৫ হাজার ২৭০ জন মায়ের মৃত্যু হয়। আর মাত্র ৪২ শতাংশ প্রসব হয় প্রশিক্ষিত সেবিকাদের হাতে। বাকি ৫৮ শতাংশ অপ্রশিক্ষিত ধাত্রী বা আত্মীয়-স্বজনের হাতে হয়ে থাকে। এর মধ্যে আবার ৬৩ শতাংশ অন্তঃসত্ত্বার প্রসব হয়ে থাকে বাড়িতে। মাত্র ৩৭ শতাংশ প্রসূতি সন্তান জন্ম দেন ক্লিনিক বা হাসপাতালে। মা ও শিশুমৃত্যুর অন্যতম কারণ বাড়িতে অপ্রশিক্ষিত দাই বা আত্মীয়স্বজন দিয়ে প্রসব করানো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর