রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক

তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাংবাদিকরা

তথ্য কর্মকর্তাদের সঙ্গে গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সাংবাদিকরা মতবিনিময় সভা করেন —বাংলাদেশ প্রতিদিন

সরকারের বিভিন্ন দফতরের তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল)। গতকাল দুপুরে ইডব্লিউএমজিএল-এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ বাড়ানোর জন্যই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী ও হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান। এ ছাড়া তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বি, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ, বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশি, এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ মুমেন ও এলজিইডি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাকির হোসেইনসহ সরকারের বিভিন্ন সেক্টরের তথ্য কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন। পরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি মিডিয়া হাউস পরিদর্শন করে সংবাদ কর্মীদের সঙ্গে পরিচিত হন তথ্য কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর