রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বসুন্ধরায় মালয়েশিয়ার পণ্য প্রদর্শনী

সেকেন্ড হোমের জন্য নিবন্ধন শতাধিক ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক

সেকেন্ড হোমের জন্য নিবন্ধন শতাধিক ব্যক্তির

শোকেস মালয়েশিয়া-২০১৭ প্রদর্শনীতে দর্শনার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হলো তিন দিনব্যাপী শোকেস মালয়েশিয়া-২০১৭ প্রদর্শনী। এবারের প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল মালয়েশিয়ায় আবাস গড়ার সুযোগ। তিন দিনে শতাধিক বাংলাদেশি সেকেন্ড হোমের জন্য নিবন্ধন করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন। এ ছাড়াও প্রদশর্নীতে শিক্ষা, চিকিৎসা, ভ্রমণের জন্য হাজার হাজার দর্শনার্থী নিবন্ধন করেছেন বলে জানা গেছে। মেলার শেষ দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। প্রদর্শনী ঘুরে দেখা গেছে, গার্ডিয়ান নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান সেকেন্ড হোমের জন্য নিবন্ধন করাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, ৫০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মধ্যে যাদের মাসিক আয় ৩ হাজার ৩০০ ডলার এবং ব্যাংক হিসাবে ১ লাখ ২০ হাজার ডলার রয়েছে, তারা মালয়েশিয়ায় নাগরিকত্বের সুযোগ পাবেন। এ জন্য মালয়েশিয়ার ব্যাংকে ৫০ হাজার ডলারের একটি হিসাব থাকতে হবে। আর ৫০ বছরের কম বয়সীদের জন্য এর অর্ধেক অর্থ দিতে হবে। গার্ডিয়ান নেটওয়ার্কের জিএম হৃদয় পোদ্দার জানান, মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, ভিসা ও অন্যান্য সেবা প্রদান আমাদের কাজ। তবে অর্থ নিয়ে যাওয়া বা সেখানে কোনো কিছু কেনার বিষয়টি গ্রাহকদের ব্যক্তিগত বিষয়। এখানে আমাদের কোনো ভূমিকা নেই। তিনি আরও জানান, মেলায় অনেক মানুষ আগ্রহ দেখিয়েছে একটি ভালো দেশে আবাস গড়তে সবাই চায়। সেটি আমরা ব্যবস্থা করে দেই। একই স্টলে দেখা গেছে মালয়েশীয় রিয়েল এস্টেট এজেন্সি ম্যাক্সল্যান্ড যারা বিনিয়োগ বা প্লট, ফ্ল্যাট কিনতে চায় তাদের সহযোগিতা করছে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা চাক লি হুয়ে জানান, বাংলাদেশিদের জন্য বিনিয়োগ সহযোগিতা করতে কাজ করছি। মেলায় অনেকে এসেছেন কথা বলেছেন। এর বাইরে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে মেলায়। মালয়েশিয়ায় ভর্তির জন্য ভিসা ও অন্যান্য কাগজপত্র তৈরিতে সহায়তা করেছে। এমনকি ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তি করিয়েছে এখান থেকেই। শিক্ষার্থীদের আগ্রহের যেন কমতি নেই। একাধিক স্টলে গিয়ে দেখা গেছে অনেকেই মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক। সবাই খোঁজখবর নিচ্ছে। মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির জন্য সহযোগিতা করছে। এখান থেকে সরাসরি ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষাসহ কারিগরি, চিকিৎসাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। মালয়েশিয়া উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে এ মেলায়। তিন দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং ও সেবা শিল্প খাতের ৬০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে তাদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর