রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

বিএডিসি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর তত্ত্বাবধানে এ নিয়োগ পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া ও তৌহিদ এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া জানান, গতকাল উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্রে দুজন প্রক্সি দিতে এসে হাতেনাতে ধরা পড়ে। শাহিন আলম প্রক্সি দেয় মাসুদুল আলমের এবং টিটব রানা প্রক্সি দেয় নিপুণ মণ্ডলের। বিষয়টি ধরা পড়লে তারা দোষ স্বীকার করে। পরে শাহিন ও টিটবকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর ডিরেক্টর অধ্যাপক সাইফুল মজিদ বলেন, আইবিএ কর্তৃক পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর