রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নবাব ফয়জুন্নেসার মৃত্যুবার্ষিকীতে র‍্যালি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর ১১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র‍্যালি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুমিল্লা টাউন হলে এসে শেষ হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার।  বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন ভারত উপমহাদেশে প্রথম মুসলিম মহিলা কবি, একমাত্র নারী মহিলা নবাব। মহীয়সী এ নারী তত্কালীন অনগ্রসর নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করেন। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের নারীদেরও সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে। এদিকে কুমিল্লার লাকসামেও নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। তার মধ্যে ছিল আলোচনা সভা, পশ্চিমগাঁয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালি। লাকসামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হকের নেতৃত্বে লাকসাম নবাব ফয়জুন্নেছা কলেজ, বিএন হাইস্কুল যৌথভাবে এসব কর্মসূচি পালন করে। উল্লেখ্য, নবাব ফয়জুন্নেসা ১৮৩৪ সালে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁয়ে জন্মগ্রহণ করেন। ১৯০৩ সালের ২৩ সেপ্টেম্বর এ মহীয়সী নারীর মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর