রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সজাগ থাকতে হবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে

—জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। ‘ধর্ম যার যার উৎসব সবার’ আমরা এই নীতিতে বিশ্বাস করি। আওয়ামী লীগের আমলে সব ধর্মের মানুষই নিরাপদ থাকে। কিন্তু একটি বিশেষ মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে জন্য সতর্ক

থাকতে হবে। গতকাল বিকালে মোহাম্মদপুরে তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তাই সারা দেশে মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করবে। তাই সব ধর্মের মানুষকে নিরাপত্তা ও ধর্ম পালনে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর