রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
রোহিঙ্গা ইস্যু

সু চির প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরিভিত্তিতে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার বাংলাদেশকে বৈঠকের প্রস্তাব দেওয়ায় সে দেশের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের ইউনিয়ন কাউন্সিলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর সূত্র জানায়, মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। তাই সূ চির দপ্তরের ইউনিয়ন কাউন্সিলরকে ঢাকা পাঠাতে মিয়ানমারকে বলা হয়েছে। সূত্র জানায়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ দেখিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিলেও সূ চি সরকার এখনো পর্যন্ত ঢাকাকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। সূ চি বলেছেন, ১৯৯৩ সালের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে। ওই চুক্তিতে ৯৪ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা ছিল মিয়ানমারের। কিন্তু তারা ওই কথাও রাখেনি। এদিকে, নতুন করে বাংলাদেশে যেসব রোহিঙ্গা ঢুকেছে তাদের মধ্যে অনেকের  নাম-পরিচয় বা ঠিকানা নেই। সূত্র জানায়, এসব সমস্যার সমাধানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে। মিয়ানমার সরকার গতকাল এক বিবৃতিতে জানায়, স্টেট কাউন্সিলর সূ চি রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই প্রক্রিয়ার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘মুসলমা ছাড়াও অন্য জাতি গোষ্ঠী যেমন রাখাইন, ম্রো, দাইংনেট ও ম্রামাগাইয় ও হিন্দু সংখ্যালঘুদের পুনর্বাসন কর্মসূচির ওপরও জোর দিয়েছেন সূ চি’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর