সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বিশ্বজনমতের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। তিনি গতকাল উখিয়ার কুতুপালং, বালুখালী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ, নিরাপদ পানি নিশ্চিত করতে টিউবওয়েল ও ল্যাট্রিন নির্মাণ কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, মিয়ানমার  সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আমাদের মেহমান। তবে তারা শরণার্থী এ কথাও সবাইকে মনে রাখতে হবে। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর আকাশছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি একটি মতলবি মহল তাকে হত্যার চক্রান্ত করছে। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া, কুতুপালং, বালুখালী ও ঠ্যাংগাখালী এলাকায় নিরাপদে রাখতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এসব আশ্রিত রোহিঙ্গা যাতে কোনো অবস্থাতেই অমানবিক আচরণের শিকার না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এটার একটা সমাধান না হওয়া পর্যন্ত তারা এই নির্ধারিত জায়গায় নিরাপদে থাকবে। আমরা রোহিঙ্গাদের পাশে রয়েছি। আর বিএনপি শুধু ঢাকায় বসে প্রেস ব্রিফিং রাজনীতি করছে। রাজনীতি নয়, দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করুন। সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য ইতিমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম রোহিঙ্গাদের সহায়তার জন্য দলের ফান্ডে ৬০টি টিউবওয়েল, ৬০০ ল্যাট্রিন দেন। উখিয়া ও কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে তা স্থাপন করা শুরু হয়েছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আওয়ামী লীগ ১০০০ টিউবওয়েল ও ২০০০ ল্যাট্রিন স্থাপন করবে এবং ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, সাবেক ছাত্রনেতা শাহাজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, কুমিল্লা মহানগর নেতা মোকলেচুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর