সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা সমাধান ত্রিমুখী ব্যবস্থায় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সমাধান ত্রিমুখী ব্যবস্থায় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অং সান সু চির প্রস্তাবিত আলোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশ চায় রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যার স্থায়ী সমাধান। আর এ জন্য জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার-জাতিসংঘের ত্রিমুখী ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত, নাগরিকত্ব ও ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিকল্প নেই। গতকাল কক্সবাজারের উখিয়ায় থ্যাংখালী শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ত্রাণ বিতরণ শেষে বিকালে কুতুপালং শরণার্থী শিবিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। জাসদ সভাপতি বলেন, রাজাকার-জামায়াত-বিএনপি ছাড়া দেশবাসী ও বিশ্ববাসী সবাই শেখ হাসিনার পাশে রয়েছেন।

সর্বশেষ খবর