মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদনে রেকর্ড

রাবি ও ইবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬৭ শিক্ষার্থী আবেদন করেছেন। অতীতের সব রেকর্ড ভেঙে এ বছর আবেদন পড়েছে তিন লাখ ১৬ হাজার ১২০ জন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় আবেদন বেশি পড়েছে বলে জানা গেছে। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর ৯টি ইউনিটে ৫৭টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন আটটি বিভাগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চারটি অনুষদের অধীনে এ আটটি বিভাগের কার্যক্রম শুরু হবে।  ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। নতুন আটটি বিভাগ হলো—আইন ও শরিয়াহ অনুষদের অধীনে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগ ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মেসি বিভাগ ও ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। নতুন ৮টি বিভাগে ৫৪০টি আসন বাড়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫টিতে।

সর্বশেষ খবর