মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বরিশালে পুলিশের ১১৫ অভিযোগ বাক্স

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিভিন্ন আঞ্চলিক দৈনিকের সম্পাদক ও প্রকাশকের সঙ্গে মতবিনিময় করেছেন রেঞ্জ ডিআইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম। গতকাল পুলিশ লাইনস্ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাদকমুক্ত বরিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করে মাদক নিরাময় কেন্দ্রসহ গ্রাম পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে বলে জানানা তিনি। তিনি বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনবহুল স্থানে ১১৫টি অভিযোগ বক্স বসানো হয়েছে। ওই বক্সের মাধ্যমে জনগণ তাদের অভিযোগ ও পরামর্শ দিতে পারবে। এ ছাড়া প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পটুয়াখালীর পুলিশ সুপার মোশফিক হোসেন, পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিন হোসেন, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ। বরিশালের ৩২টি আঞ্চলিক দৈনিকের প্রকাশক ও সম্পাদক উপস্থিত থেকে বিভিন্ন মতামত দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর