বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অবশেষে ভোলাগঞ্জ দিয়ে পাথর আমদানি শুরু

৩ অক্টোবর থেকে চুনাপাথর

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে সিলেটের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রমও শুরু হবে। পাথর আমদানি শুরু হওয়ায় ঝিমিয়ে পড়া ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশনে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এতে ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করেছেন। জানা যায়, ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে পাথর ও চুনাপাথর উত্তোলন করা হয়। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন অভিযোগে দেশটির আদালত পাথর ও চুনাপাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেয়। ফলে ২০১৬ সালের ৫ নভেম্বর থেকে সিলেটের ভোলাগঞ্জ স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন পাথর আমদানিকারকরা। তাদের বিপুল পরিমাণ বিনিয়োগ আটকা পড়ে ভারতে। এছাড়া বেকার হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক। স্থবির হয়ে পড়ে স্টেশনটি। তবে অবশেষে সেই জটিলতার অবসান ঘটেছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাথর আমদানি। সিলেটের কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম জানান, জটিলতার অবসান ঘটায় ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার পাথরবাহী ১০টি ট্রাক ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। সূত্র জানায়, পাথর ও চুনাপাথর আমদানি পুনরায় শুরু করতে গত শুক্রবার বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ভারতে যায়। প্রতিনিধি দলে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের অর্থ সম্পাদক আলী আমজদ, লাইমস্টোন এজেন্ট সমিতির সভাপতি ফজল করিম, ব্যবসায়ী রুস্তম আলী, সুভাষ সিংহ প্রমুখ ছিলেন। এ দলটি মেঘালয় চেম্বার অব কমার্স এবং পাথর রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া গত মঙ্গলবার ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ ও ভারতের মাঝাই এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মধ্যেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় পাথর আমদানি। পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। ভোলাগঞ্জ স্টেশনেও ফিরেছে প্রাণচাঞ্চল্য, শ্রমিকরা হয়ে ওঠেছেন কর্মমুখর।

 ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পাথর আমদানি শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে চুনাপাথর আমদানিও শুরু হবে। ব্যবসায়ীদের জন্য এটা দারুণ স্বস্তির বিষয়।

সর্বশেষ খবর