বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিশ্ব তথ্য অধিকার দিবস আজ

তথ্য জানার পথ সহজতর করতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে ২০০২ সাল থেকে বিশ্বজুড়ে ২৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সরকারি ও বেসরকারি পর্যায়ে দিবসটি পালিত হবে। তথ্য অধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তথ্য জানা ও পাওয়ার পথ আরও সহজতর করে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।  রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার। বাংলাদেশের সংবিধানে তথ্য জানার অধিকার মানুষের অন্যতম মৌলিক ও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে জনগণের চিন্তা ও বিবেক, বাক ও ভাবপ্রকাশ এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তথ্য জানার অধিকারকে অগ্রাধিকার দিয়েই বর্তমান সরকার ‘তথ্য অধিকার আইন-২০০৯’ প্রণয়ন করেছে এবং এ লক্ষ্যে তথ্য কমিশন গঠন করেছে। ফলে তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর