শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন

—পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা না করে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ এবং প্রশাসনিক ব্যয় কমিয়ে বিদ্যুতের দাম দেড় টাকা পর্যন্ত কমানো সম্ভব। গতকাল রাজধানীর ক্যান্টনমেন্ট বালুঘাটের একটি মিলনায়তনে আয়োজিত উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর চরমোনাই বলেন, রোহিঙ্গা মুসলমান প্রশ্নে জাতিসংঘের ভূমিকা রহস্যময়।

জাতিসংঘের কোনো আদেশ কোনো দেশ না মানলে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার ব্যবস্থা থাকলেও কেবল রোহিঙ্গারা মুসলমান হওয়ায় জাতিসংঘ কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। যা বিশ্ব মুসলিমকে মর্মাহত ও ব্যথিত করেছে। আমিনুল হক তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, মুফতি মাসউদুর রহমান চাঁদপুরী, মুফতি ফরিদুল ইসলাম ও অ্যাডভোকেট সর্দার মো. মানিক মিয়া প্রমুখ।

সর্বশেষ খবর