শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনার আমলে মানুষ না খেয়ে থাকে না : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ দুর্দশার মধ্যে পতিত হবে না। তার ন্যূনতম যে জিনিসটা প্রয়োজন তাকে তা দেওয়া হবে। গতকাল সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা দুস্থ মহিলা ভাতা ও প্রতিবন্ধী ভাতা গ্রহিতাদের মধ্যে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত, প্রতিবন্ধীদেরকে ভাতার ব্যবস্থা করেছেন। তাদের যেন কারও কাছে হাত পাততে না হয়- সেই সুযোগ করে দিয়েছেন। রোহিঙ্গা মুসলমানের দুর্দশার কথা বিবেচনা করে এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে কেক কাটতে নিষেধ করেছেন। এটাই হচ্ছে শেখ হাসিনার শিক্ষা। আর খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে কেক কেটে অমানবিক কাজ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর