শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংস্কৃতিচর্চা আত্মায় মানবিক চেতনা জোগাবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা সমাজের আত্মায় মানবিকতা-অসাম্প্রদায়িকতার চেতনা জোগাবে।’ গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘দর্শক-শ্রোতা পাঠক ফাউন্ডেশন’ আয়োজিত সোনালি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইনু আরও বলেন, ‘অতীত শিকড়ের ওপরই দাঁড়ায় বর্তমান, নির্মিত হয় ভবিষ্যৎ। আর সংস্কৃতি নিজের শিকড়কে চিনতে শেখায়। তাই নিজেকে জানতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-চলচ্চিত্রের চর্চা অব্যাহত রাখতে হবে।’ মন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি গণমাধ্যমে নতুন মাত্রা দিয়েছে। এর ফলে মানুষ ও রাষ্ট্র এখন স্বচ্ছ কাচের ঘরের বাসিন্দা। এই স্বচ্ছ ঘরে সবার ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে যে আধুনিক ব্যবস্থাপনা প্রয়োজন, সরকার সে লক্ষ্যেই সম্প্রচার কমিশন গঠন করছে।’ অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, সামদানী আর্ট ফাউন্ডেশন ও ঢাকা লিট ফেস্টকে সম্মাননা স্মারক হস্তান্তর করেন তথ্যমন্ত্রী।

সর্বশেষ খবর