শিরোনাম
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশ এখন গুমের সংস্কৃতিতে পরিণত হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গণহত্যা ও নৃশংসতার মুখে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের চীন, রাশিয়া ও ভারতের ত্রাণ সাহায্যকে ‘জুতো মেরে গরু’ দান আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে কী দেশ, কী পৃথিবীতে বাস করছি আমরা। যেখানে মনুষ্যত্বের, মানবতার কোনো মূল্য নেই। শুধু ক্ষমতা আর অর্থনৈতিক স্বার্থই বড় হয়ে দাঁড়াল? দেশের অবস্থা বর্ণনা করে গত পাঁচ দিনে পাঁচজন বিশিষ্ট মানুষকে গুম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশ এখন গুমের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিসাসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মিয়ানমারকে সরকার এ পর্যন্ত একটি শক্ত কথাও বলেনি। এখন পর্যন্ত গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে দায়ী করেনি। গণহত্যা কথাটিও বলেনি। এমনকি রোহিঙ্গাদের শরণার্থী বলতে তারা রাজি নয়। তারা মনে করে অনুপ্রবেশকারী। জানি না এর মধ্যে কী ডিপ্লোমেসি আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর