রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নারীর কাজের অর্থনৈতিক মূল্যায়ন দরকার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একজন নারী প্রতিদিন প্রায় আট ঘণ্টা ঘরের সেবামূলক কাজে ব্যয় করেন। যার পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যায়ন নেই। ফলে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। নারীর ঘরের কাজের অর্থনৈতিক মূল্যায়ন খুবই দরকার।

গতকাল ঢাকার দৃক গ্যালারিতে অমূল্যায়িত সেবামূলক কজের ওপর অ্যাকশন এইড বাংলাদেশের করা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিন্নরূপে পুরুষ নামের ‘গৃহস্থালি কাজে নারী ও পুরুষের সময়ের ব্যবহার’ বিষয়ে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে অ্যাকশন এইড বাংলাদেশ। মুহিত বলেন, আমাদের দেশে অমূল্যায়িত সেবামূলক কাজের মূল্যায়ন নেই। যার কারণে জিডিপিতে এর অন্তর্ভুক্তি নেই। এটার মূল্যায়ন করাটা খুব জরুরি। তিনি আরও বলেন, অবমূল্যায়িত কাজ হিসাবের মধ্যে আনার পদ্ধতিটা এখনো নেই। বিষয়টি আমরা পরিসংখ্যান বিভাগে যুক্ত করব এবং সরকারিভাবে আমরা এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। সরকার পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে মূল্যায়নের এই উদ্যোগ নেবে।

 

সর্বশেষ খবর