রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জামায়াতের ১০ জন ছয় দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর কদমতলী থানার পৃথক দুই মামলায় জামায়াতে ইসলামীর ১০ জনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুক্রবার কদমতলী থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়। আসামিরা হলেন— জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ  শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকিরসহ ১০ জন। বাংলাদেশি তরুণদের ধারণা অসলোতে  টেলিনর ইয়ুথ ফোরামের বাংলাদেশ রাউন্ড থেকে আইবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিয়া মো খেইং ও রাকিব রহমান শাওন আগামী ডিসেম্বরে নরওয়ের অসলোতে বৈশ্বিক অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছেন।

নোবেল পিস সেন্টার (এনপিসি) ও টেলিনর গ্রুপ আয়োজিত ইয়ুথ ফোরাম ১৩টি দেশের ১৮ থেকে ২৮ বছরের তরুণ-তরুণীদের জীবন বদলানো ধারণা উপস্থাপনের সুযোগ দেয়। ফোরামের মূলভাব ‘শান্তির জন্য ডিজিটালকরণ’।” গ্রামীণফোনের আয়োজনে বাংলাদেশের চূড়ান্ত নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন, গ্রামীণফোনের সিইও এবং অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর