মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পবিত্র আশুরা পালিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা পালিত

পবিত্র আশুরা উপলক্ষে রবিবার রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায় —বাংলাদেশ প্রতিদিন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গত রবিবার ১০ মহররম পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে দেশের মসজিদে মসজিদে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের পাশাপাশি কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের শোকবহ ঘটনার স্মরণে বের করা হয় তাজিয়া বা শোক মিছিল। দিনটি ছিল সরকারি ছুটি। শিয়া সম্প্রদায় পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে সকাল ১০টার দিকে বিশাল তাজিয়া বা শোক মিছিল বের করে। মিছিল থেকে ভেসে আসে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম। শোক কাতর মানুষেরা খালি হাতে বুক চাপড়ে নিজেদের শোক প্রকাশ করছিল। হাজারো মানুষের মিছিলটি রাজধানীর লালবাগ, আজিমপুর এতিমখানা, আজিমপুর চৌরাস্তা, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি ২ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়। এবার নিষেধাজ্ঞার কারণে তাজিয়া মিছিলে জিনজির মাতম বা ছুরি, চাকু জাতীয় অস্ত্র দিয়ে নিজেদের শরীরে আঘাত করে রক্তাক্ত করতে দেখা যায়নি। রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, দরগাপাড়া, শিরোইল কলোনি ও উপশহর এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। খুলনা মহানগরীর আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ট্রাস্ট ইমাম বাড়ি থেকে তাজিয়া মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া শিশু, কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে শোক প্রকাশ করেন।

এ ছাড়া রবিবার বিকালে বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর