মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কমরেড জসিম মণ্ডল আর নেই

নিজস্ব প্রতিবেদক


কমরেড জসিম মণ্ডল আর নেই

বর্ষীয়ান কমিউনিস্ট নেতা ও শ্রমিক আন্দোলনের কিংবদন্তি কমরেড জসিম উদ্দিন মণ্ডল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল ভোর ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে ২৮ সেপ্টেম্বর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় নিয়ে এসে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১ অক্টোবর বিকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সিপিবি সূত্রে জানা যায়, জসিম উদ্দিন মণ্ডলের মরদেহ ঢাকায় হিমঘরে রাখা হবে। আজ মঙ্গলবার পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। রাতে তার মরদেহ ঈশ্বরদীতে আনা হবে। আগামীকাল বুধবার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। জসিম মণ্ডল পাঁচ মেয়ে ও এক ছেলের জনক। স্ত্রী জাহানারা বেগম গত বছর ১৩ জানুয়ারি এবং একমাত্র ছেলে কয়েক বছর আগে মারা যান। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডল ১৯২৪ সালে বর্তমান কুষ্টিয়া জেলা ও তৎকালীন অবিভক্ত ভারতের নদীয়া জেলার কালিদাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে তিনি রেলইঞ্জিনে কয়লা ফেলার চাকরি পান। ব্রিটিশ রেল কোম্পানির শ্রমিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার চাকরি চলে যায়। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি ১৯ বছর কারাভোগ করেন। জসিম উদ্দিন মণ্ডলের নিজস্ব কোনো বাড়ি নেই। বন্দোবস্ত নেওয়া সরকারি এক খণ্ড জায়গায় তিনি বসবাস করতেন। বাড়ির পাশেই নিজ উদ্যোগে ১৯৯৬ সালে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। বিদ্যালয়ের নাম পশ্চিম টেংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সিপিবির শোক : কমরেড জসিম উদ্দিন মণ্ডলের মৃত্যুতে সিপিবির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সিপিবির প্রেসিডিয়ামের বিশেষ সভায় শোক প্রস্তাবে বলা হয়, দেশের শ্রমিক আন্দোলনের এক মহান নেতাকে হারাল দেশবাসী।

সর্বশেষ খবর