বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুতের দাম ১০.৩৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১০ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। ভবিষ্যতে বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধি হবে আর তখন খরচও বৃদ্ধি পাবে এই চিন্তা থেকে এখনই বিদ্যুতের দাম বৃদ্ধি করতে চায় ওজোপাডিকো। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন ওজোপাডিকোর ডিজিএম রবীন্দ্রনাথ দত্ত। ওজোপাডিকো দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। আর নতুন করে পাইকারি দাম বৃদ্ধি করার জন্য আবেদন করেছে খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের ২১ জেলার বিতরণের দায়িত্বে থাকা কোম্পানিটি। তাদের প্রস্তাব অনুযায়ী ইউনিটপ্রতি বিদ্যুতের দাম দাঁড়ায় দশমিক ৬৬ টাকা। বর্তমান বিদ্যুতের পাইকারি দরের ভিত্তিতে এ প্রস্তাব করেছে ওজোপাডিকো। প্রস্তাবে বলা হয়েছে, পিডিবি ইতিমধ্যে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে গণশুনানিতে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি দাম বৃদ্ধির সুপারিশ করেছে।

পাইকারি দাম বাড়লে সমন্বয় করে দাম বাড়ানোর আবেদন করে কোম্পানিটি। রবীন্দ্রনাথ দত্ত বলেন, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ২০১৬-১৭ অর্থবছরে ৭১ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছে। এতে ২০১৬-১৭ অর্থবছরে ডিএসএল বাবদ সরকারকে ১৩ কোটি ৬৮ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। জমা দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ১২ লাখ টাকা।

সর্বশেষ খবর