বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘রাজস্ব আদায়ে হয়রানি নয় চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হয়রানি বা ভয়ভীতি নয়, ভ্যাট ও আয়কর প্রদানে অন্তরঙ্গ পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। রাজস্ব আদায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সুসম্পর্ক তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আয়করদাতাদের সম্মান জানিয়ে বিশেষ কার্ড ও যানবাহনে লাগানোর জন্য স্টিকার দেওয়ার আশ্বাস দেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।

সিলেটে ভ্যাট আদায়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের দীর্ঘদিনের। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ও রাজস্ব  আদায় বাড়ানোর লক্ষ্যে গতকাল সিলেট কর অঞ্চলের উদ্যোগে আয়োজন করা হয় রাজস্ব সংলাপের। সংলাপে ভ্যাট আদায়ে হয়রানির বিষয়টি পরিণত হয় মুখ্য আলোচনায়।

সর্বশেষ খবর