বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এমপির বাড়ির নারী গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়ার একটি পানের বরজে পাপড়ি দেউড়ি (৩২) নামে এক বিধবার লাশ পাওয়া গেছে। ৩ সন্তানের জননী এই বিধবা গৃহকর্মীর কাজ করতেন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার শেরালের গ্রামের বাড়িতে। পাপড়ি গত সোমবার সকালে দুধ বিক্রি করার জন্য তার বাবার বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি। গতকাল দুপুর ১২টায় দক্ষিণ চাঁদশী গ্রামের নিকুঞ্জ পাণ্ডের পানের বরজের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গৌরনদী পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন। পুলিশের ধারণা পাপড়িকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের। ঘটনাস্থল থেকে দুধের কলস ও একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদীর ওসি মনিরুল ইসলাম। পাপড়ির স্বামী আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের সুখদেব দেউড়ি। তার বাবা গৌরনদীর উত্তর চাঁদশী গ্রামের কৃষ্ণকান্ত রায়। সুখদেব ৩ বছর আগে মারা গেলে পাপড়ি ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে স্বামীর ভিটাতেই ছিলেন। ৬ মাস আগে সন্তানদের নিয়ে তিনি বাপের বাড়ি চলে আসেন। চাঁদশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিলীপ ভদ্র জানান, পাপড়ি দীর্ঘদিন ধরে এলজিইডির প্রকল্পাধীন রাস্তা মেরামতের কাজ করেছেন। পাশাপাশি তিনি গৌরনদী-আগৈলঝাড়া আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি হাসানাত আবদুল্লাহর শেরালের গ্রামের বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন।

 পাপড়ির ব্যাপারে হাসানাত এমপি পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই পরিবারের সদস্য এবং হাসানাতের ব্যক্তিগত সহকারীর মুঠোফোনে রিং দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ খবর