বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এরশাদের নালিশ পাওয়ার পর তদন্তের নির্দেশ ইসির

অভিযোগ ফজলে রাব্বির বিরুদ্ধে

গোলাম রাব্বানী

দলের সাবেক এক প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নালিশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। টি আই এম ফজলে রাব্বি চৌধুরী নামের সাবেক ওই নেতা নিজেকে ‘জাতীয় পার্টির’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দিয়ে পত্রপত্রিকায় বিবৃতি দিচ্ছেন এবং ‘জাতীয় পার্টি’ নাম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন বলে সিইসির কাছে অভিযোগ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। গত ১১ সেপ্টেম্বর তিনি এই চিঠি দেন। জাপা চেয়ারম্যানের অভিযোগটি তদন্ত করতে নির্দেশ দিয়েছে ইসি। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত করে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া চিঠিতে জাপা চেয়ারম্যান লিখেছেন— জাতীয় পার্টি নিবন্ধিত একটি দল। এর নাম ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দেওয়ায় প্রধান বিরোধী দল জাপার সম্মানহানি ঘটছে। একটি কুচক্রী মহল জাপার নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় ‘অন্য কেউ যাতে জাতীয় পার্টির নাম ব্যবহার করতে না পারে ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া’র দাবি জানান এরশাদ। চিঠিতে এরশাদ সিইসিকে জানান, আমার জাতীয় পার্টি একটি বৈধ রাজনৈতিক দল। নাম ও প্রতীক ইসির আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু আমি লক্ষ্য করছি— জনৈক টি আই এম ফজলে রাব্বি চৌধুরী নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দিয়ে বিবৃতি দিচ্ছেন; জনসমক্ষে জাতীয় পার্টির নাম ব্যবহার করছেন। এর ফলে দেশের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সম্মানহানি ঘটছে। এরশাদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নামে যেমন দ্বিতীয় কোনো রাজনৈতিক দল থাকতে পারে না, তেমনি জাতীয় পার্টি নামেও আর কোনো দল থাকতে পারে না।

সর্বশেষ খবর