বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মেয়রের পদত্যাগ দাবি করলেন স্থানীয় এমপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘খুলনা শহর আজ অচল। অল্প বৃষ্টিতে মানুষকে পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাতে হয়। খোঁড়াখুঁড়ি করে সব রাস্তা চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। নগরবাসীর দুর্ভোগ ও সমস্যার সমাধান না করতে পারলে পদত্যাগ করে নগরবাসীকে মুক্তি দিন। অন্যথায় খুলনার ভুক্তভোগী জনগণ সিটি করপোরেশন ঘেরাও করতে বাধ্য হবে।’ খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করে এসব কথা বলেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান। গতকাল মহানগরীর খানজাহান আলী রোডে ‘ভুক্তভোগী সাধারণ নগরবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে নগরীর জলাবদ্ধতা, সড়কের বেহাল দশা, যানজট, অপরিচ্ছন্ন পরিবেশ ও দুর্ভোগের জন্য সিটি মেয়রের অযোগ্যতাকে দায়ী করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা শেখ জাহিদুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর