বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিসিএস শিক্ষা ক্যাডারদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের ক্যাডারে আত্তীকরণ বিধি বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডাররা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের ক্যাডারভুক্ত করা ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ লঙ্ঘন। ক্যাডার শিক্ষকদের স্বার্থ ঠিক রেখে তাদের জন্য আলাদা বিধিমালা করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এতে জাতীয়করণ কার্যক্রম বিতর্কিত করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর