বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মুক্তামণির হাতে চামড়া লাগানো শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক

মুক্তামণির হাতে চামড়া লাগানো শুরু রবিবার

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির পা থেকে চামড়া নিয়ে হাতে লাগানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী রবিবার ও মঙ্গলবার এ অস্ত্রোপচার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মুক্তামণির চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, মুক্তামণির শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী রবিবার চামড়া লাগানোর প্রথম অস্ত্রোপচারটি হবে। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতে সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর