বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
বিদ্যুতের দাম

১৫.৩০ ভাগ বৃদ্ধির প্রস্তাব নেসকোর

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের দাম এবার গ্রাহক পর্যায়ে গড়ে ১৫.৩০ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। ইউনিটপ্রতি এ মূল্য দাঁড়ায় ১ টাকা ৩ পয়সা। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ইউনিটপ্রতি ৮৯ পয়সা দাম বাড়ানোর পক্ষে মত দিয়েছে। গতকাল বিইআরসির গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। বর্তমান বিদ্যুতের পাইকারি দরের ভিত্তিতে এ প্রস্তাব করে সংস্থাটি। নতুন করে পাইকারি দর বৃদ্ধি হলে এর সঙ্গে সমন্বয় করে দর বাড়ানোর আবেদন করে রাজশাহী ও রংপুর বিভাগের শহরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা কোম্পানিটি। প্রস্তাবে বলা হয়েছে, পিডিবি এরই মধ্যে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানিতে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি দাম বাড়ানোর সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর