শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জাল সনদ তৈরির কারখানা প্রভাষকসহ গ্রেফতার ৩

জব্দ বিপুল সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জাল সনদপত্র তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক কলেজ প্রভাষকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে রংপুর নগরীর লালবাগে মামুন মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়ে এসএসসি, এইচএসসি ও স্নাতকের বিপুলসংখ্যক জাল সনদপত্র, ভুয়া জন্মনিবন্ধন, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ তাদের গ্রেফতার করা হয় বলে র‍্যাব-১৩ রংপুরের কোম্পানি অধিনায়ক নজরুল ইসলাম জানিয়েছেন। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজার এলাকার হারুন অর রশীদের ছেলে এবু ও একই জেলার আদিতমারী কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন ৫ বছর ধরে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের কাছে একটি ভবন ভাড়া নিয়ে মামুন মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলেন। প্রশিক্ষণের আড়ালে ওই প্রভাষক জাল সনদপত্র, ভুয়া জন্মনিবন্ধন সনদপত্র, ভুয়া জাতীয় পরিচয়পত্র কার্ড ও ভুয়া তালাকনামাসহ বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে টাকার বিনিময়ে বিক্রি করতেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জের মাহামুদুন নবী লাবলু তার বয়স কমিয়ে সার্টিফিকেট এবং আবদুর রাজ্জাক ভুয়া সনদ সংগ্রহের জন্য ওই প্রতিষ্ঠানে যান। এ সময় র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রভাষক আবদুল্লাহ আল মামুন, মাহামুদুন নবী লাবলু ও আবদুর রাজ্জাককে আটক করে। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৯টি সিপিইউ, ৮টি মনিটর জব্দ করা হয়।

সর্বশেষ খবর