শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মির্জা আজমের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক ও জামালপুর প্রতিনিধি

মির্জা আজমের মা আর নেই

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মা মোছা. নূরুন্নাহার (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ধক্যজনিতসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি সাত ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবন এলাকায় ৪ নম্বর ন্যাম ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় জামালপুরের কাচারি শাহী মসজিদ মাঠে দ্বিতীয় এবং মাদারগঞ্জের বালিজুড়ি এফ এম উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানিক মিয়া এভিনিউয়ে প্রথম জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়াও মরহুমার মৃত্যু সংবাদ পেয়ে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনসহ সিনিয়র নেতারা। মির্জা আজম এমপির মায়ের মৃত্যুর খবর জামালপুর পৌঁছলে জেলার রাজনৈতিক, সামাজিক অঙ্গন ছাড়াও সব মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জেলা প্রেস ক্লাব, জামালপুর প্রেস ক্লাব, বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। সন্ধ্যায় জামালপুরের কাচারি শাহী মসজিদ মাঠে এবং মাদারগঞ্জের বালিজুড়ি এফ এম উচ্চবিদ্যালয় মাঠে জানাজায় আওয়ামী লীগ, স্থানীয় এমপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর