শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চালের আগুন সবজির বাজারে

নিজস্ব প্রতিবেদক

চালের আগুন সবজির বাজারে

বাজার দর

রাজধানী ঢাকাসহ সারা দেশের চালের পাইকারি ও খুচরা বাজারে দাম সামান্য কমেছে। তবে চালের বাজারের আগুন হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে রাজধানীর সবজির বাজারে। গতকাল প্রতি কেজি ঢেঁড়স-বেগুন বিক্রি হয়েছে ৮০ টাকায়, টমেটো ১২০-১৬০ টাকায়, আর শিম ৮০ টাকায়। বাজারে ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি মিলছে না। আর কাঁচামচিরের কেজি উঠেছে ২৫০ টাকায়। এতে ক্রেতাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে।   বাজারে গিয়ে সাধারণ মানুষ প্রতিদিনই বাজেট ছোট করতে বাধ্য হচ্ছেন। অনেকে প্রয়োজনের তুলনায় কম সবজি কিনে দৈনন্দিন প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি প্রতি পিস ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বরবটি ৮০ টাকা, কচুমুখীর কেজি ৬০ টাকা। এ ছাড়া লালশাক প্রতি আঁটি ১৫ টাকা। সবচেয়ে কমদামি শাক হিসেবে পরিচিত পুঁইশাক ২৫ টাকা, কলমি শাকের আঁটি ১৫ টাকা। প্রতিকেজি আলু ২৫ টাকা। আর দেশি লাল আলু বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজিতে। এদিকে পিয়াজ, রসুনের দাম আগের মতো চড়া। গতকাল প্রতিকেজি দেশি পিয়াজ ৪৫ টাকা, আর আমদানি করা পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।  চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, কাঁচা পেপে ২০ টাকা, শিম ৭০ টাকা, করলা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করায় বাজারে অন্য মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। দামও চড়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর