শিরোনাম
শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকদের পকেট ভারি করতে বাড়ানো হলো ইবির ভর্তি ফরমের মূল্য!

মানা হচ্ছে না ইউজিসির নির্দেশনা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গত ৪ বছরে ধাপে ধাপে বেড়েই চলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্য! দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মূল্য বৃদ্ধি করলেও তা কোনো কাজে আসছে না বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে। সর্বশেষ গত ৪ অক্টোবর ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির মিটিংয়ে আবারও বাড়ানো হয়েছে ফরমের মূল্য। ৪৫০ টাকা মূল্যের ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এর বাহিরে সার্ভিস চার্জ হিসেবে আরও ১৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষাকে পুঁজি করে ক্রমবর্ধমান এ মূল্যবৃদ্ধির কারণে অনেক গরিব মেধাবী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হিমশিম খেতে পারে বলেও আশঙ্কা করেছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক মহল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আবদুল মুহিত বলেন, ‘ভর্তি ফরমের মূল্য দিনকে দিন বেড়েই চলেছে। এই বৃদ্ধিটা কাঙ্ক্ষিত নয়। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব পর্যায়ের শিক্ষার্থী পড়ার আগ্রহ প্রকাশ করে। সুতরাং তাদের কথা বিবেচনা করে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা হওয়া উচিত বলে আমি মনে করি। দুঃখজনক হলেও সত্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট আর্থিক নীতিমালা নেই।’

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির বিষয়ে বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের ভর্তি ফরমের মূল্য তুলনামূলক কম। বিভাগ বৃদ্ধির কারণে ব্যয় বেড়ে গেছে তাই প্রাসঙ্গিক কারণে মূল্য বৃদ্ধি করা হয়েছে।’

সর্বশেষ খবর